প্রধান শিক্ষকের বাণী

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। এলাকার সন্তান হিসেবে আমার বিদ্যালয়ের প্রতি দায়-দায়িত্ব অপরিসীম। সেই দায়বোধ থেকেই আমি আমার পেশাগত দায়িত্ব পালন করি, যেন আমার শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে শেখে এবং তা পূরণের সাহস ও সুযোগ পায়। আমাদের এই জনপদ একটি তহদরিদ্র এলাকা, যেখানে সব শ্রেণির মানুষ বসবাস করে। অধিকাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান ও কর্মজীবী, তবুও তাদের চোখে আমি দেখি জ্ঞানের আলো, উন্নতির অদম্য ইচ্ছা ও স্বপ্ন। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আশার প্রদীপ। আমরা বিশ্বাস করি, শিক্ষা-ই দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারে এবং মানুষকে আত্মমর্যাদা ফিরিয়ে দিতে পারে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ও চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন ডিজিটাল যুগের দক্ষ নাগরিক হয়ে দেশের উন্নয়ন ও বিশ্ব প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে পারে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ- প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে, যাতে তারা নিজের জীবন আলোকিত করার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

— মোঃ আব্দুল মান্নান তালুকদার
প্রধান শিক্ষক/সম্পাদক
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়