প্রতিষ্ঠানের ইতিহাস
আদিকাল থেকে এই জনপদটি একটি অবহেলিত এলাকা হিসেবে বিবেচিত হলেও এখানকার মানুষ শিক্ষা সচেতন ছিল, এবং শিক্ষার হারও ছিল তুলনামূলকভাবে উল্লেখযোগ্য। তবুও আশেপাশের ১৮-২০টি গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় ছিল না। ফলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য দূর-দূরান্তে যেতে হতো।
এই প্রেক্ষাপটে বিশিষ্ট শিক্ষানুরাগী ও তৎকালীন ঐতিহ্যবাহী সলঙ্গা ইসলামিয়া মাদ্রাসার সহকারী মাওলানা, সড়াতৈল গ্রামের প্রখ্যাত ব্যক্তিত্ব, বিশিষ্ঠ সমাজ সেবী জনাব আলহাজ খায়রুজ্জামান খোন্দকার এবং তৎকালীন উচ্চ শিক্ষিত শিক্ষানুরাগী, বিশিষ্ঠ দানবীর ও বরেণ্য ব্যক্তিত্ব জনাব আকবর আলী তালুকদারের নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণির মানুষের সহযোগিতায় ০১ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।
পরবর্তীতে নিকটবর্তী হিন্দু অধ্যুষিত গ্রামে আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে এলাকায় বিভাজন ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। নবগঠিত বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার্থে এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়ের নামের সাথে “মুসলিম” শব্দটি সংযুক্ত করা হয়।
অবশেষে, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় ০১ জানুয়ারি ১৯৬৭ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং ০১ জানুয়ারি ১৯৬৯ সালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগসহ দশম শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি একটি রত্নাগর্ভা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এ বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন পেশায় সাফল্যের সাথে কর্মরত আছেন। শিক্ষার ক্ষেত্রে এটি উপজেলার মধ্যে এক সুপ্রাচীন জ্ঞানচর্চার বাতিঘর হিসেবে সমাদৃত।